শিরোনাম
সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

অবসরের অভ্যাস নষ্টের মূলে গুগল : মোদি

আগে বই পড়তেন তিনি। কিন্তু গুগল এসে সেই অভ্যাস নষ্ট করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৫৯তম পর্বে স্কুল ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই হরিয়ানার রোহতকের অখিল নামের এক ছাত্র মোদিকে প্রশ্ন করেন, এত ব্যস্ততার মধ্যেও সামান্য অবসর পেলে আপনি কী করেন? টিভি দেখেন না সিনেমা? নাকি বই পড়েন? জবাবে মোদি বলেন, ‘আমি সবসময়ই বই পড়তে ভালোবাসি। টিভি মাঝেমধ্যে দেখলেও সিনেমায় আমার কোনো আগ্রহ নেই। কিন্তু মাঝেমধ্যে আগে ডিসকভারি চ্যানেল দেখতাম। এখন আমি  বেশি বই পড়তে পারি না। তাৎক্ষণিকভাবে জানার জন্য আমরা গুগলই দেখে নিই। গুগল আসার পর আমাদের অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে।

এর মূলে গুগল।’ যতই গুগল আসুক, ছাত্রছাত্রীদের উদ্দেশে  মোদির পরামর্শ, বই পড়   বেশি করে। দ্য ওয়াল।

সর্বশেষ খবর