সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
অবৈধ ইসরায়েলি বসতি অনুমোদন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত চ্যালেঞ্জ কংগ্রেসে

ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণকে বৈধতা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছেন মার্কিন কংগ্রেসের কমপক্ষে ১০৭ জন ডেমোক্র্যাট। ইসরায়েলি নীতিকে চ্যালেঞ্জ করে মার্কিন কংগ্রেসে এটাই সবচেয়ে বড় প্রতিবাদ। মাইক পম্পেওর ওই স্বীকৃতি দেওয়াকে তিরস্কার করা এক চিঠিতে শুক্রবার স্বাক্ষর করেছেন কংগ্রেসের ১০৭ জন সদস্য। প্রতিনিধি পরিষদে স্পিকার ন্যান্সি পেলোসির নেতৃত্বে সাত সদস্যের ডেমোক্র্যাটিক নেতৃত্বের টিম রয়েছে।

তার মধ্যে মাত্র একজন সাউথ ক্যারোলিনার সংখ্যাগরিষ্ঠ হুইপ জেমস ক্লাইবার্ন ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। তারা ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির সমালোচনা করে আসছেন। কিন্তু এসব নীতিকে চ্যালেঞ্জ করা থেকে বিরত থেকেছেন। আরব নিউজ লিখেছে, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ঘোষণা বিস্ময়কর ছিল, তবে অস্বাভাবিক নয়। এতে অতীতের রিপাবলিকান প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। তারা ইসরায়েলের পক্ষাবলম্বন করে থাকে। তবে ডেমোক্র্যাট প্রশাসনগুলো এই বসতি নির্মাণের বিষয়টি অব্যাহতভাবে অবজ্ঞা করে এসেছে। কিন্তু এবার ট্রাম্প প্রশাসনের এমন নীতিকে চ্যালেঞ্জ জানিয়েছেন ১০৭ ডেমোক্র্যাট। এতে নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসম্যান অ্যান্ডি লেভিন। তাদের লেখা চিঠিতে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করা হয়। সমালোচনা করা হয় সিরিয়ার দখলীয়কৃত গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া, জর্ডান ভ্যালির সম্প্রসারণ ও অন্যান্য ইস্যুতে। ওই চিঠিতে সতর্ক করা হয়েছে এই বলে যে, ট্রাম্প প্রশাসন ও মাইক পম্পেওর বসতি নির্মাণ নিয়ে ঘোষণা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান প্রচেষ্টা ধ্বংস হয়ে যাবে। এতে আরও ভয়াবহ সংঘর্ষ হতে পারে। এমন সিদ্ধান্তে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে। এই চিঠিতে স্বাক্ষর করেছেন ইহুদি, খ্রিস্টান ও মুসলিম সদস্যরাও। এর মধ্যে রয়েছেন ইলহাম ওমর, রাশিদা তৈয়ব, বেটি ম্যাককালাম, আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ।

সর্বশেষ খবর