মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্ষমতায় গেলে ইসরায়েল ও সৌদিতে অস্ত্র বিক্রি বন্ধ করবেন করবিন

ক্ষমতায় গেলে ইসরায়েল ও সৌদিতে অস্ত্র বিক্রি বন্ধ করবেন করবিন

আর সপ্তাহ তিনেক পরেই যুক্তরাজ্যের নির্বাচন। এবার নির্বাচনে ক্ষমতাসীন টোরি ও বিরোধী লেবার দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আভাষ পাওয়া গেছে। যদিও কিছু জরিপে বিরোধীদলীয় নেতা জেরেমি করবিনের লেবার দলকেই এগিয়ে রাখছেন। এর মধ্যে করবিন পরিকল্পনা করছেন ক্ষমতায় গেলে দখলদার ইসরায়েল ও সৌদি আরবে অস্ত্র বিক্রি বন্ধ করবেন। নিজেদের নির্বাচনী নীতিনির্ধারণী ইশতেহারে এমন কথাই উল্লেখ করেছে বলে ইসরায়েলি দৈনিক হারিৎসের খবরে জানা গেছে। বৃহস্পতিবার দলটির প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি নিয়ে প্রকাশিত এক বিস্তারিত নথিতে এসব কথা বলা হয়েছে। এতে জানা গেছে, ইয়েমেনে ব্যবহারের জন্য সোদি আরবে ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর মানবাধিকার লঙ্ঘন করায় ইসরায়েলে অস্ত্রবিক্রি অতিসত্বর স্থগিত কওে দেয়া হবে। এতে আরও বলা হয়, আমাদের অস্ত্র রফতানিতে এমন মৌলিক পরিবর্তন আনব যে নিরপরাধ বেসামরিক লোকজনের বিরুদ্ধে ব্যবহারের জন্য ব্রিটেনের নির্মিত অস্ত্র বিক্রির ক্ষেত্রে মন্ত্রীরা যাতে চোখ বন্ধ করে রাখতে না পারেন। গত বছর ইসরায়েলের কঠোর সমালোচনা করে একটি প্রস্তাব পাস করেছে  লেবার পার্টি এবং ক্ষমতায় গেলে ইহুদি রাষ্ট্রটিতে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধের প্রতিশ্রুতিও দিয়েছিল। চলতি বছরের শুরুতে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন  লেবার নেতা জেরেমি করবিন।

 

সর্বশেষ খবর