বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

মহারাষ্ট্রে বিজেপি নাটকের শেষ মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকর

নয়াদিল্লি প্রতিনিধি

মহারাষ্ট্রে বিজেপি নাটকের শেষ মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকর

মহারাষ্ট্র নাটক মহানাটকের শেষ পর্যন্ত অবসান ঘটল। চার দিন ধরে পাল্টাপাল্টি দাবি এবং অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর গতকাল বিকালে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন বিজেপি নেতা দেবেন্দ্র ফাডনবিশ। শুধু তাই নয় গতকালই শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস সভা করে মহারাষ্ট্রে জোট সরকারের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে। তিনি হলেন উদ্ধব ঠাকর। সব কিছু ঠিকঠাক থাকলে ১ ডিসেম্বর শপথগ্রহণ হবে। যার ঘোষণা দিয়েছেন এনসিপির প্রধান শারদ পাওয়ার। যে ৫০:৫০ সমীকরণ নিয়ে বিরোধের জেরে দীর্ঘ তিন দশকের শরিক বিজেপির হাত ছেড়ে বেরিয়ে এসেছিল শিবসেনা, শেষমেশ তাতে জয়ী হলো তারা। আগামী পাঁচ বছরের জন্য মহারাষ্ট্রের তাদের হাতেই মুখ্যমন্ত্রীর পদ তুলে দিল এনসিপি এবং কংগ্রেস। সরকার গড়ার দাবি নিয়ে রাজভবনে যাওয়ার আগে গতকাল সন্ধ্যায় মুম্বাইয়ের ট্রাইডেন্ট হোটেলে যৌথ বৈঠকে বসেন তিন দলের  নেতারা। সেখানে সর্বসম্মতিক্রমে ‘মহা বিকাশ আঘাদি’  জোটের নেতা এবং আগামী পাঁচ বছরের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরের নাম পাস হয়। বৈঠক শেষে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শারদ পাওয়ার বলেন, ‘মহা বিকাশ আঘাদির তিন প্রতিনিধি আজ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। আগামী ১ ডিসেম্বর মুম্বাইয়ের শিবাজি পার্কে শপথগ্রহণ অনুষ্ঠান হবে।’ তার আগে দেশটির সুপ্রিম কোর্ট বিজেপি নেতা দেবেন্দ্র ফাডনবিশকে আগামীকালই (আজ) মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। কিন্তু গরিষ্ঠতা অর্জনের আর কোনো সম্ভাবনা নেই দেখে দেবেন্দ্র ফাডনবিশকে পদত্যাগ করার নির্দেশ দেন দলের সভাপতি অমিত শাহ। সুপ্রিম কোর্টের এক আদেশে বলা হয়েছে, ঘটনার প্রতিক্রিয়ায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা ও মুখপাত্র নবাব মালিক এক টুইট বার্তায় মন্তব্য করেছেন, ‘বিজেপির খেলা শেষ’। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ ছিল, বিধায়কদের শপথবাক্য পাঠ করাতে প্রথা অনুযায়ী সবচেয়ে প্রবীণ বিধায়ককে ‘প্রোটেম স্পিকার’ নিযুক্ত করতে হবে। তিনিই আস্থা ভোট গ্রহণ করাবেন। এবং তা করতে হবে ব্যালটের মাধ্যমে। গোটা অনুষ্ঠান ভিডিওগ্রাফ করে রাখতে হবে। এ নির্দেশের কিছু সময় পরেই অজিত পাওয়ার বুঝে যান, তার পক্ষে দু-একজনের বেশি বিধায়ক জোগাড়  করা সম্ভব নয়। সম্প্রতি অনুষ্ঠিত মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে  একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। জোট গঠনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় বিজেপি ও অন্য দলগুলো। এর মধ্যে শনিবার আকস্মিকভাবে এনসিপির সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের ঘোষণা দেয় বিজেপি। ওইদিনই চ্যালেঞ্জ করে ভারতের শীর্ষ আদালতে আবেদন করে শিব সেনা, কংগ্রেস ও এনসিপি।

সর্বশেষ খবর