বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চীনকে হাম্বানটোটা বন্দর দেওয়া ঠিক হয়নি : রাজাপক্ষে

গোতাবায়া রাজাপক্ষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দিন কয়েক হলো। তবে ক্ষমতায় এসেই তিনি চীনের সঙ্গে শ্রীলঙ্কার করা সবচেয়ে বড় একটি চুক্তি নিয়ে কথা বলেছেন। সেই চুক্তি বাতিলেরও কথা বলেছেন। আর তা হলো শ্রীলঙ্কার হাম্বানটোটা নৌবন্দর। যেটি চীনকে ইজারা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে মন্তব্য করেছেন, এই ইজারা দেওয়া ঠিক হয়নি। ভারতশক্তি ডট ইন ও স্ট্র্যাটেজিক নিউজ ইন্টারন্যাশনালের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। নির্বাচিত হওয়ার পর প্রথম বিদেশ সফরে ভারতকেই বেছে নিচ্ছেন প্রেসিডেন্ট রাজাপক্ষে। তার আগে এই মন্তব্য করলেন তিনি। মাইথ্রিপালা সিরিসেনার সরকার হাম্বানটোটা বন্দর ৯৯ বছরের জন্য ইজারা দিয়েছিল। গোতাবায়া বলেছেন, এখন এই চুক্তি নিয়ে নতুন করে আলোচনা করতে হবে। প্রেসিডেন্ট গোতাবায়া বলেন, তিনি ভারত মহাসাগরের গুরুত্ব বোঝেন। বর্তমান ভূরাজনীতিতে এই মহাসাগরের  গুরুত্ব কতটা। সেখানে শ্রীলঙ্কার অবস্থান ভূকৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। চীনপন্থি হিসেবে পরিচিত গোতাবায়া রাজাপক্ষে বলেছেন, তিনি শ্রীলঙ্কাকে নিরপেক্ষ দেশ হিসেবে দেখতে চান এবং সে লক্ষ্যে সবার সঙ্গেই কাজ করতে চান। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা ভারতের বন্ধু দেশ হিসেবে কাজ করবে।

সর্বশেষ খবর