বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সৌদিতে সামরিক অভিযান চালাতে যাচ্ছিল ইরান

চার মাস আগে সৌদি আরবে সামরিক অভিযান চালাতে যাচ্ছিল ইরান। রুদ্ধদ্বার বৈঠকের পর সামরিক অভিযান থেকে সরে এসে দেশটির দ্বিতীয় বৃহৎ তেল স্থাপনায় ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার আগে তেহরানে দেশটির এলিট ফোর্স রেভল্যুশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেন সালামিসহ শীর্ষ কর্মকর্তারা একটি গোপন বৈঠকে বসেছিলেন। খবর রয়টার্সের। এতে তাদের তৈরি অস্ত্রের কার্যকারিতা নিয়ে আলোচনার পাশাপাশি সৌদি আরবে সামরিক অভিযান চালানোর ব্যাপারেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। কিন্তু যুদ্ধের ভয়াবহতার কথা বিবেচনা করে আর সৌদিতে আক্রমণ চালায়নি ইরান। চাঞ্চল্যকর এসব তথ্য উঠে এসেছে মার্কিন এক রিপোর্টে। রিপোর্টে আরও বলা হয়, পরমাণু সমোঝতা থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় এবং নতুন করে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করায় প্রতিশোধ নিতে তার মিত্রদেশ সৌদিতে হামলা চালাতে চেয়েছে ইসলামিক এ প্রজাতন্ত্রটি। কেবলমাত্র সৌদি আরব নয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলার পরিকল্পনা ছিল ইরানের। কিন্তু শেষ পর্যন্ত এসব চিন্তা থেকে সড়ে এসে সৌদির বৃহৎ  তেল স্থাপনায় হামলা চালায় বলে মার্কিন প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর