বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

হংকংয়ের নির্বাচন গুরুত্ব পায়নি চীনে

হংকংয়ের ঐতিহাসিক নির্বাচনে গণতন্ত্রপন্থিরা ভূমিধস বিজয় পেলেও সে খবর মোটেও গুরুত্ব পায়নি চীনের গণমাধ্যমে। এর মধ্য দিয়ে নির্বাচনের ফলকে ছোট করে দেখানোর চেষ্টা করা হয়েছে। চীন সরকার প্রত্যাশা করছিল তাদের পক্ষ অবলম্বনকারী তথাকথিত ‘সাইলেন্ট মেজরিটি’ দিয়ে বিক্ষোভকারীদের মুখ বন্ধ করে দিতে পারবে। তাদের পক্ষে সমর্থনের জোয়ার দেখাতে পারবে। কিন্তু ঘটেছে তার উল্টো।

বেইজিংপন্থি উল্লেখযোগ্য প্রার্থীরা ডিস্ট্রিক্ট কাউন্সিলের আসনগুলোতে পরাজিত হয়েছেন। এসব বিষয়ে দৃষ্টি না দিয়ে চীনা মিডিয়া সেখানে শৃঙ্খলা  ফেরানোর ওপর গুরুত্ব দিয়েছে। চীনের রাষ্ট্রীয় মিডিয়াগুলো এই নির্বাচনের ফলাফলের তেমন উল্লেখই করেনি। উল্টো নির্বাচনে জালিয়াতির বিষয় তুলে ধরা হয়েছে।

সর্বশেষ খবর