বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
ট্রাম্পকে কংগ্রেস

‘হয় সামনে আসুন, নইলে অভিযোগ বন্ধ করুন’

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি তাদের প্রথম অভিশংসন শুনানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছে। শুধু তাই নয়, কংগ্রেসনাল কমিটি এই তদন্ত নিয়ে ট্রাম্পকে সমালোচনা করতেও নিষেধ করেছে। কংগ্রেস বলছে, ৪ ডিসেম্বরের এ শুনানিতে ট্রাম্প সরাসরি কিংবা তার পক্ষে উপস্থিত কোনো কাউন্সেলের মাধ্যমে যুক্ত থাকতে হবে। এ কথা জানিয়েছেন বিচার বিভাগীয় কমিটির ডেমোক্র্যাট চেয়ারম্যান জেরল্ড নেডলার। তিনি বলেছেন, ট্রাম্প হয় আমন্ত্রণ গ্রহণ করবেন, নয়তো বিচার প্রক্রিয়া নিয়ে ‘অভিযোগ করা বন্ধ করবেন।’ শুনানিতে উপস্থিত থাকলে ট্রাম্প সাক্ষীদের প্রশ্ন করারও সুযোগ পাবেন। বিবিসি বলছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপের সূত্র ধরে যে অভিশংসন তদন্ত শুরু হয়েছিল, প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির এ শুনানির মধ্য দিয়ে তা নতুন ধাপে উন্নীত হলো।

ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট তদন্তে কোনো বিলম্ব চাইছে না আমেরিকার বিরোধী ডেমোক্র্যাটিক দল। ট্রাম্প ও তার রিপাবলিকান দল এতকাল গোটা প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে তুলে ধরে বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করে চলার পর ডেমোক্র্যাটরা উল্টো ট্রাম্পের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে তাকে আগামী ৪ ডিসেম্বর নিজের বক্তব্য পেশ করতে আমন্ত্রণ জানিয়েছে। সেই আমন্ত্রণ গ্রহণ করলে ট্রাম্প পার্লামেন্টের নিম্নকক্ষের বিচার বিভাগীয় কমিটির সামনে তার আপত্তির কারণগুলো তুলে ধরার সুযোগ পাবেন। তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ পেলে কয়েক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ আনতে পারে পার্লামেন্ট কমিটি। এমন আমন্ত্রণ ট্রাম্পকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলতে পারে।

সর্বশেষ খবর