বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সেনাপ্রধানের পক্ষে লড়তে পাকিস্তান আইনমন্ত্রীর পদত্যাগ

পাকিস্তানে সেনাপ্রধানের মেয়াদ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে দেশটির প্রধানমন্ত্রীর দফতর। কিন্তু দেশটির সুপ্রিম কোর্ট সেই নিদ্ধান্ত স্থগিত করেছে। আর তা নিয়েই সরকারের সঙ্গে দেশটির সুপ্রিম কোর্টের বিবাদ শুরু হয়েছে। তাই সেনাপ্রধানের হয়ে সুপ্রিম কোর্টে লড়তে ইমরানের মন্ত্রিসভার আইনমন্ত্রী পদত্যাগ করেছেন। ইমরান খান সেনাপ্রধান বাজওয়ার মেয়াদ বৃদ্ধি করে গত ১৯ আগস্ট একটি প্রজ্ঞাপন জারি করেন। কিন্তু ইমরান সরকারের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে দ্য জুরিস্ট ফাউন্ডেশন। সেই পিটিশনের ভিত্তিতে আদালত গতকাল প্রজ্ঞাপনটি স্থগিত করে।

গতকাল এর শুনানি হয়েছে।

সর্বশেষ খবর