শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফিলিস্তিনি জনগণের সঙ্গে শত্রুতা নীতি যুক্তরাষ্ট্রের : আব্বাস

ফিলিস্তিনি জনগণের সঙ্গে শত্রুতা নীতি যুক্তরাষ্ট্রের : আব্বাস

ফিলিস্তিনি জনগণের প্রতি দীর্ঘদিন ধরেই শত্রুতামূলক নীতি অনুসরণ করছে যুক্তরাষ্ট্র-এমন অভিযোগ করে দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পর্ক ছিন্ন করার জন্য প্রস্তুত রয়েছে ফিলিস্তিনি জনগণ। ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ প্রকল্পের প্রতি ট্রাম্প প্রশাসনের সমর্থন দেওয়ার প্রতিক্রিয়ায় এসব কথা বলেন মাহমুদ আব্বাস। আব্বাস আরও বলেন, যুক্তরাষ্ট্রের এমন নীতির প্রতি বিশ্বের প্রায় প্রতিটি দেশ নিন্দা জানিয়েছে। এদিকে, ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের বসতি স্থাপনকে এখন আর অবৈধ মনে করছে না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপন নিয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান পরিবর্তন করেছে। ওয়াশিংটন বিষয়টিকে এখন আর আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ মনে করছে না।

 

সর্বশেষ খবর