শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইরাকে ইরানি কনস্যুলেটে আগুন দিল বিক্ষোভকারীরা

ইরাকের সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাজাফের ইরানি কনস্যুলেটে আগুন দিয়েছে। ইরানি কনস্যুলেট ভবনে আগুন ছড়িয়ে পড়ার পর বিক্ষোভকারীরা ‘ইরাক থেকে বের হও ইরান’ স্লোগান দেয় বলে বিবিসি জানিয়েছে। এ ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর ওই শহরে কারফিউ জারি করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা ঢুকে পড়ার আগেই ইরানি কনস্যুলেটের কর্মীরা সরে যায়। পুলিশ বিক্ষোভকারীদের কনস্যুলেট প্রাঙ্গণে আটকে রাখার চেষ্টা করে, কিন্তু তারা পুলিশের প্রতিরোধ ভেঙে কনস্যুলেট ভবনে ঢুকে পড়ে ভাঙচুর চালায়, তারপর পুরো ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। বুধবার রাতের এ ঘটনায় অন্তত ৫৭ জন পুলিশ আহত হয়েছে বলে কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এই নিয়ে চলতি মাসে ইরাকে ইরানের দ্বিতীয় আরেকটি কনস্যুলেটে হামলায় ঘটনা ঘটল।

সর্বশেষ খবর