শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছয় মাসেই ঘুরে দাঁড়িয়ে চাঙ্গা তৃণমূল

বিজেপিতে তোলপাড়

মাত্র ছয় মাস। তার মধ্যেই ভগ্নমনোরথ দশা কাটিয়ে চাঙ্গা হয়ে উঠল পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল। তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় চমকে দেওয়া পুনরুত্থান ঘটালেন নিজের দলের। তৃণমূলের ২১ বছরের ইতিহাসে কোনো দিন জয় মেলেনি  যে দুই আসনে, সেই কালিয়াগঞ্জ এবং খড়গপুর সদর আসনও ছিনিয়ে নিল ঘাসফুল। আর লোকসভা নির্বাচনে করিমপুরে যে ব্যবধানে এগিয়ে ছিল তৃণমূল, এ বার জিতল তার চেয়ে অনেকটা বেশিতে। প্রত্যাশিতভাবেই উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিজেপি নেতা মুকুল রায় বলছেন, ‘মানুষ কেন প্রত্যাখ্যান করলেন, বিশ্লেষণ করতে হবে।’

জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন, পরাজয় এই বিজেপির অহঙ্কার ও ঔদ্ধত্যের রাজনীতির। গত লোকসভা নির্বাচনে বিজেপির উত্থানে মমতা বেশ চাপে ছিলেন। কিন্তু ছয় মাসেই আবারও মমতা ক্যারিশমায় ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। মমতা দাবি করেছেন, অবৈধ অভিবাসীদের বিতাড়নে এনআরসির পক্ষে কথা বলার কারণেই বিজেপির পরাজয় হয়েছে।

সর্বশেষ খবর