শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

কাশ্মীরে ‘ইসরায়েলি মডেল’ চাপাতে চায় ভারত?

কাশ্মীরেও তথাকথিত ‘ইসরায়েল মডেল’ প্রয়োগ করার পক্ষে কথা বলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের একজন শীর্ষ কূটনীতিক। নিউইয়র্কে ভারতের কনসাল  জেনারেল সন্দীপ চক্রবর্তীকে একটি ঘরোয়া অনুষ্ঠানে বলেছেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে যেভাবে ইসরায়েল ইহুদি বসতি গড়ে তুলেছে, ভারতেরও উচিত হবে  সেভাবেই কাশ্মীরে হিন্দু পন্ডিতদের জন্য বসতি গড়ে তোলা। তার সে বক্তৃতার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একে ভারতের ‘ফ্যাসিবাদী মানসিকতা’র দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছেন। যদিও ওই কূটনীতিবিদ দাবি করছেন তার মন্তব্য ‘আউট অব কনটেক্সট’ বা প্রসঙ্গ-বহির্ভূতভাবে তুলে ধরা হচ্ছে।

দিন কয়েক আগে নিউইয়র্কে তিনি একটি বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিচ্ছিলেন, যেখানে অন্যান্যের সঙ্গে বলিউড অভিনেতা অনুপম খের ও পরিচালক বিবেক অগ্নিহোত্রীও উপস্থিত ছিলেন। পরে অগ্নিহোত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই ভাষণের প্রায় ঘণ্টাখানেকের ভিডিও পোস্ট করা মাত্র তা নিয়ে তুমুল হইচই শুরু হয়ে যায়।

সর্বশেষ খবর