শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

তিন তালাকের প্রতিবাদ করায় গণধর্ষণ

স্বামীর তিন তালাকের প্রতিবাদ করায় শ্বশুরবাড়িতে গণধর্ষণের শিকার হলেন ভারতের রাজস্থানের এক গৃহবধূ। শ্বশুর ছাড়াও পরিবারের কয়েক জনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ওই নারী। ঘটনার পর স্থানীয় ভিবাড়ি নারী থানায় এফআইআর দায়ের করেছেন ওই ধর্ষিতা। লিখিত অভিযোগে নির্যাতিতা জানান, গত শুক্রবার তাকে তাৎক্ষণিক তিন তালাক দেন তার স্বামী। এর প্রতিবাদ করলে শ্বশুর ও তার স্বামীর পরিবারের অন্য কয়েকজন সদস্য মিলে তাকে ধর্ষণ করে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৫ সালে বিয়ে হয় ওই নারীর। এরপর একটি কন্যা সন্তানেরও জন্ম দেন। এরপর থেকেই নানাভাবে ওই নারীর ওপর অত্যাচার শুরু হয়।

সর্বশেষ খবর