শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

জাপান সাগরে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রায় এক মাস পর উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে জাপানের কোস্ট গার্ড। টোকিও বলছে, পিয়ংইয়ংয়ের ছোড়া অজ্ঞাত প্রজেক্টাইলের মধ্যে উচ্চতা ও গতি দেখে সেগুলোকে ক্ষেপণাস্ত্র বলেই মনে করা হচ্ছে। প্রজেক্টাইলগুলো কোথায় গিয়ে পড়বে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রজেক্টাইল তাদের আকাশসীমা কিংবা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জলসীমায় পড়েনি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীও বৃহস্পতিবার উত্তরের প্রজেক্টাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সর্বশেষ খবর