শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের আহ্বান উইঘুর নেতার

বিশ্বের দেশগুলোকে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছেন সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের নির্বাসিত এক নেতা। বলেছেন, চীনের সঙ্গে স্বাভাবিক ব্যবসায়িক সম্পর্ক রাখার দিন শেষ। পদালকুন ইসা নামের ওই উইঘুর নেতা জার্মানির মিউনিখভিত্তিক সংগঠন ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেসের সভাপতি। বুধবার তিনি এক বক্তৃতায় চীনের  সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ওই আহ্বান জানান। এ খবর দিয়েছে আল-জাজিরা।

উইঘুরদের মগজ ধোলাইর লক্ষ্যে শিনজিয়াং প্রদেশে গণ আটককেন্দ্র নির্মাণ করছে চীন এমন তথ্যের কিছু ক্লাসিফাইড নথি ফাঁস হওয়ার পর এমন দাবি তুলেছেন ইসা। গতকাল তার সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা। সুইস ব্যাংক দিয়েই চীনের অনেক ব্যবসায়িক লেনদেন সম্পন্ন হয়। এর আগে যুক্তরাষ্ট্র চীনের নেতাদের উইঘুরদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে। তবে এ ধরনের সব দাবি আরও একবার অস্বীকার করে বেইজিং। জানায়, সেখানে তারা বৃত্তিমূলক শিক্ষা চালু করেছে। এ শিক্ষা সন্ত্রাসবাদ থেকে মানুষকে দূরে রাখবে ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি করবে।

সর্বশেষ খবর