মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

অভিশংসন শুনানিতে যাচ্ছেন না ট্রাম্প

অভিশংসন শুনানিতে যাচ্ছেন না ট্রাম্প

মার্কিন প্রতিনিধি পরিষদে প্রথম অভিশংসন শুনানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার আইনজীবীরা হাজির হচ্ছেন না বলে জানিয়েছে হোয়াইট হাউস। আগামীকাল এ শুনানি হওয়ার কথা। মার্কিন প্রেসিডেন্টকে এ শুনানিতে নিজে বা কোনো প্রতিনিধির মাধ্যমে উপস্থিত থাকবেন কিনা তা জানাতে ১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। হোয়াইট হাউসের কাউন্সেল প্যাট সিপোলোনে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির কাছে লেখা এক চিঠিতে প্রথম শুনানিতে ট্রাম্প অংশ নিচ্ছেন না বলে নিশ্চিত করেছেন, জানিয়েছে বিবিসি। সিপোলোনে বলেছেন, শুনানিতে ‘ন্যায্যভাবে’ অংশ নিতে পারবেন বলে  ট্রাম্প মনে করছেন না। প্রতিনিধি   পরিষদের  বিচার বিভাগীয় কমিটির ডেমোক্র্যাট  চেয়ারম্যান জেরল্ড নেডলার গত সপ্তাহে ট্রাম্পকে শুনানিতে আমন্ত্রণ জানিয়ে বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট হয় এতে অংশ নেবেন, নাহলে এই প্রক্রিয়া নিয়ে অভিযোগ জানানো বন্ধ করবেন। ট্রাম্প প্রতিনিধি পরিষদের দ্বিতীয় শুনানিতে হাজির হবেন কিনা, হোয়াইট হাউস তা নিশ্চিত করেনি। মার্কিন প্রেসিডেন্টের এ কার্যালয় জানিয়েছে, পরের শুনানিতে অংশ নেওয়া হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত আলাদাভাবে জানানো হবে। শুক্রবার পর্যন্ত দ্বিতীয় শুনানির তারিখ ঠিক হয়নি বলে জানিয়েছে বিবিসি।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভেøাদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপের সূত্র ধরে যে অভিশংসন তদন্ত শুরু হয়েছিল, আগামীকাল প্রতিনিধি পরিষদে বিচার বিভাগীয় কমিটির শুনানির মধ্য দিয়ে তা নতুন ধাপে উন্নীত হতে যাচ্ছে। জুলাইয়ের ওই ফোনালাপে ট্রাম্প ইউক্রেইনের প্রেসিডেন্টকে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টারের দুর্নীতি অনুসন্ধান করতে বলেছিলেন। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বাইডেন এগিয়ে আছেন বলে বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে। তার ছেলে হান্টার এক সময় ইউক্রেইনের জ্বালানি  কোম্পানি বুরিসমার হয়ে কাজ করতেন। জেলেনস্কির সঙ্গে ফোনালাপে বাবা-ছেলের দুর্নীতি অনুসন্ধানে চাপ দিতে ট্রাম্প ইউক্রেইনের জন্য নির্ধারিত মার্কিন সামরিক সহায়তা প্রত্যাহারের হুমকি দিয়েছিলেন কিনা অভিশংসন তদন্তে তা-ই খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর