মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ধর্ষণকারীদের ‘পিটিয়ে হত্যার’ আহ্‌বান জয়া বচ্চনের

ভারতে একজন তরুণী পশু চিকিৎসককে ধর্ষণ ও খুন করার প্রতিবাদে যখন বিক্ষোভ চলছে তখন দেশটির প্রখ্যাত অভিনেত্রী এবং এমপি জয়া বচ্চন বলেছেন, ওই ধর্ষণকারীকে ‘পিটিয়ে মেরে ফেলা’ উচিত। তিনি সংসদে আরও বলেন, ‘আমি জানি এটা খুব কঠিন শোনাচ্ছে, কিন্তু এ ধরনের লোককে জনসমক্ষে বের করে এনে সত্যিই গণপিটুনি দিয়ে মেরে ফেলা উচিত। অন্যান্য রাজনৈতিক দলের কয়েকজন এমপিও এ নিষ্ঠুর গণধর্ষণ ও হত্যাকান্ডের নিন্দা করেছেন। হায়দ্রাবাদ শহরে ২৭ বছর বয়সী এ পশু চিকিৎসকে গণধর্ষণ করার পর তাকে গলাটিপে হত্যা করা হয় এবং পরে তার দেহটিও জ্বালিয়ে দেওয়া হয়। গত সপ্তাহে শহরের একটি টোল প্লাজার কাছে এ ঘটনার পর সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে কয়েকজন ট্রাকচালক ও খালাসির বিরুদ্ধে। পুলিশ বলছে, এ অভিযোগে তারা চারজনকে গ্রেফতার করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, এ ঘটনা সারা দেশের জন্যই লজ্জা বয়ে এনেছে। ভারতে গত কয়েক বছর ধরে ধর্ষণ ও যৌন সহিংসতা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। সরকারের সবশেষ পরিসংখ্যান অনুসারে ২০১৭ সালে ভারতে ৩৩,৬৫৮ জন নারী, অর্থাৎ দিনে প্রায় ৯২ জন ধর্ষিত হয়েছেন।

সর্বশেষ খবর