মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

তামিলনাড়ুতে ভারি বৃষ্টিপাতে মৃত্যু ১৭

ভারতের তামিলনাড়ু রাজ্যে কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টিপাতের মধ্যে এক গ্রামে একটি দেয়াল ধসে পড়ে দুটি শিশুসহ ১৭ জন মারা গেছেন। গতকাল স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় ভারি বৃষ্টিপাত চলাকালে কোয়িমবাতোর জেলার নাদুর গ্রামে দেয়াল ধসে পড়ার ঘটনাটি ঘটে, জানিয়েছে এনডিটিভি। একটি কম্পাউন্ডের ২০ ফুট উঁচু দেয়াল ধসে কয়েকটি বাড়ির ওপর পড়ে। বাড়িগুলোর বাসিন্দারা তখন ঘুমিয়ে ছিলেন। এ ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে তামিলনাড়ু রাজ্য সরকার। গত কয়েক দিন ধরেই ভারতের দক্ষিণাঞ্চলীয় দুই রাজ্য তামিলনাড়ু ও পুদুচেরির কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। কয়েকটি জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাসে রেড এলার্ট জারি করা হয়েছে।

সর্বশেষ খবর