বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

এনআরসি বিতর্কে উত্তাল ভারতের সংসদ

আগামী সপ্তাহেই ভারতের লোকসভায় পেশ হতে পারে নাগরিকত্ব সংশোধনী বিল। আর এর মাধ্যমেই কী শুরু হবে জাতীয় নাগরিকপঞ্জির প্রক্রিয়া? দেশটির নাগরিক সমাজে জল্পনা তাই তুঙ্গে। এ নিয়ে চলছে তর্ক-বিতর্ক। তার প্রভাব পড়ল সংসদেও। লোকসভার শীতকালীন অধিবেশনে আগামী সপ্তাহেই সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করা হবে বলে আভাস দিয়েছেন বিজেপির একাধিক নেতা। আসামে এনআরসি পর্বে বিজেপি একাধিকবার দাবি করেছিল, এর ফলে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে। তবে বিরোধীদের দাবি, নাগরিকপঞ্জির আড়ালে সাম্প্রদায়িক রাজনীতির চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। লোকসভায় যে নাগরিকত্ব সংশোধনী  বিল পেশ করতে চলেছে, বিজেপি তাতে মূলত দুটি পরিবর্তন করেছে। এক. প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে হিন্দু, শিখ, জৈন কিংবা খ্রিস্টানরা এ দেশে প্রবেশ করলে তাদের শরণার্থী হিসেবে দেখা হবে এবং দ্রুত নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হবে। কিন্তু মুসলিমদের অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। দুই. শরণার্থীরা ৬ বছর এ দেশে বাস করলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আগে যা ছিল ১১ বছর। লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর বক্তব্য, ‘এনআরসি বিল নিয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে বিজেপি।

সর্বশেষ খবর