বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

অভিশংসনে পড়তেই হচ্ছে ট্রাম্পকে

অভিশংসনে পড়তেই হচ্ছে ট্রাম্পকে

ক্ষমতার অপব্যবহারের দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। ট্রাম্পের অভিশংসন তদন্তে গঠিত মার্কিন প্রতিনিধি পরিষদের প্যানেলের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার অপব্যবহার, দুর্নীতিসহ একাধিক অন্যায় করেছেন বলে সংসদীয় কমিটি রায় দিয়েছে। ফলে ইমপিচমেন্ট প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেল।

ট্রাম্প যখন লন্ডনে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে    দেশের বাইরে রয়েছেন, তখনই মার্কিন পার্লামেন্টের নিম্ন কক্ষের ইনটেলিজেন্স কমিটি ইমপিচমেন্ট রিপোর্ট প্রকাশ করল। আগেই অবশ্য এমন পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। মঙ্গলবার প্রকাশিত প্রায় ৩০০ পাতার সেই রিপোর্টে   ট্রাম্পের বিরুদ্ধে মারাত্মক ওই সব অভিযোগ আনা হয়েছে। যেমন পুনর্নির্বাচনের সম্ভাবনা বাড়াতে ট্রাম্প নাকি বিদেশি হস্তক্ষেপ চেয়েছিলেন। ইউক্রেনের সরকারের ওপর অনৈতিক চাপ সৃষ্টি করে তিনি রাজনৈতিক ফায়দা তুলতে চেয়েছিলেন। তিনি জাতীয় নিরাপত্তার তোয়াক্কা করেননি এবং পার্লামেন্টের কার্যকলাপে বাধা দিতে অভূতপূর্ব অভিযান চালিয়েছেন বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটি এখন হাউস জুডিশিয়ারি কমিটির কাছে যাবে। এই কমিটি গতকালই প্রতিবেদনটি নিয়ে কাজ শুরু করেছে। কমিটি জানিয়েছে, আগামী বড়দিনের আগেই অর্থাৎ ২৫ ডিসেম্বরের আগেই ট্রাম্পের অভিশংসন প্রশ্নে প্রতিনিধি পরিষদে ভোট নেওয়া হবে। এদিকে রিপোর্ট প্রকাশের পর লন্ডন থেকে ট্রাম্প আবার ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তোপ দাগছেন। হোয়াইট হাউসের এক মুখপাত্র এই প্রক্রিয়াকে একতরফা রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে তুলে ধরে প্রমাণের অভাবের কথা উল্লেখ করেছেন। এএফপি, বিবিসি

সর্বশেষ খবর