বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কয়লার ব্যবহার কমলেও বেড়েছে কার্বন নিঃসরণ

পরিবেশ নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে শুরু হয়েছে কপ২৫ সম্মেলন। তার মধ্যেই পরিবেশ নিয়ে আন্তর্জাতিক একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। তাতে বলা হয়েছে, আগের বছরগুলোর তুলনায় কয়লার ব্যবহার কম হলেও চলতি বছর বায়ুম-লে কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের হার সামান্য বেড়েছে। গ্লোবাল কার্বন প্রজেক্ট তাদের বার্ষিক মূল্যায়নে  এ বছর কার্বন ডাই অক্সাইড নিঃসরণের মাত্রা আগের বছরের তুলনায় দশমিক ছয় শতাংশ বেশি হয়েছে। জ্বালানি তেল ও গ্যাসের ব্যবহারের মাত্রা বেড়ে যাওয়ায় কার্বন ডাই অক্সাইড নিঃসরণের পরিমাণ বাড়ছে বলে জানিয়েছে তারা।

সব মিলিয়ে ২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস চুক্তির সময় থেকে এখন পর্যন্ত কার্বন ডাই অক্সাইড নিঃসরণের পরিমাণ চার শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বিবিসি। এর মধ্যে গত বছরই বেড়েছিল প্রায় তিন শতাংশ, যার প্রধান কারণ ছিল চীনে কয়লার বিপুল চাহিদা। গাড়ি বিশেষ করে স্পোর্টস ইউটিলিটি ভেহিকেলের (এসইউভি) বাজার সম্প্রসারিত হওয়ায় জ্বালানি তেলের ব্যাপক চাহিদাও নিঃসরণ বাড়ার অন্যতম কারণ ছিল, বলছে তারা।

সর্বশেষ খবর