শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পেনশন কমানোর প্রতিবাদে ফ্রান্সে ধর্মঘট

ফ্রান্সে সরকারি কর্মকর্তাদের পেনশন কমানো ও বাধ্য করে চাকরির সময়সীমা বাড়ানোর প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছেন লাখ লাখ সরকারি কর্মজীবী। এদিকে, বিক্ষোভ ও সহিংসতা এড়াতে প্রায় ৬০০০ পুলিশ সদস্য  মোতায়েন করা হচ্ছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর প্রস্তাবিত সার্বজনীন পয়েন্টভিত্তিক পেনশন ব্যবস্থাপনায় নাখোশ বিভিন্ন ইউনিয়ন কয়েক বছরের মধ্যে ফ্রান্সজুড়ে সবচেয়ে বড় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এ ধর্মঘটে ফ্রান্সজুড়ে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ খবর