সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

হংকংয়ে ফের বিশাল বিক্ষোভ

হংকংয়ে ফের বিশাল বিক্ষোভ

আবারও বিশাল বিক্ষোভ হলো হংকংয়ে। নতুন উদ্যমে হাজার হাজার বিক্ষোভকারী সরকারবিরোধী আন্দোলনের সমর্থনে পদযাত্রার মধ্য দিয়ে বিশাল সমাবেশ করেছে। গতকাল এ সমাবেশে হংকং-এর রাজপথ মুখরিত হয় প্রতিবাদী কণ্ঠের জনসমুদ্রে। ‘স্বাধীনতার জন্য লড়াই’, ‘হংকংয়ের পাশে থাকুন’ স্লোগান ছিল তাদের কণ্ঠে।

গত আগস্টের পর এই প্রথম হংকংয়ে বিক্ষোভের আয়োজক দল ‘দ্য সিভিল হিউম্যান রাইটস ফ্রন্ট’ কে বড় ধরনের এই সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। হংকংয়ে সদ্য অনুষ্ঠিত স্থানীয় পরিষদ নির্বাচনে গণতন্ত্রপন্থিদের জয়ের পর বিক্ষোভকারীরা সমাবেশ করার এ সবুজ সংকেত পেয়েছে। হংকংয়ের নাগরিক অধিকার মঞ্চের পক্ষ থেকে গতকাল ডাকা হয় ওই বিক্ষোভ-সমাবেশ। আহ্‌বানে সাড়া দিয়ে রাস্তায় নামেন গণতন্ত্রকামী মানুষেরা। যদিও হংকং পুলিশ বলেছে, পদযাত্রা শুরুর আগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ  থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি অস্ত্র। পুলিশের দাবি, মিছিলে যোগ দিয়ে কেউ যাতে অশান্তি না ছড়াতে পারে সেজন্যই চালানো হয়েছে বিশেষ তল্লাশি অভিযান। এর আগে শনিবার হংকং সরকার এক বিবৃতিতে সবাইকে শান্ত থাকার আহ্‌বান জানায় এবং পরমত সহিষ্ণুতা  দেখানোসহ খোলা মনে জনগণের কথা শোনা হবে বলেও জানায়। সমাবেশের আয়োজকরা বলছেন, তাদের দাবি পূরণের জন্য এটাই সরকারের শেষ সুযোগ। এসব দাবি-দাওয়ার মধ্যে আছে, হংকংয়ের বিক্ষোভে পুলিশের শক্তি ব্যবহারের বিষয়টির নিরপেক্ষ তদন্ত, গ্রেফতারকৃতদের ক্ষমা এবং অবাধ নির্বাচন। চীনের মূলভূখন্ডে বন্দী প্রত্যর্পণ নিয়ে একটি প্রস্তাবিত বিল বাতিলের দাবিতে গত জুন মাসে হংকংয়ে   আন্দোলন শুরু হয়েছিল। টানা আন্দোলনের মুখে ওই বিল প্রথমে ‘মৃত’ এবং পরে বাতিল ঘোষণা করা হলেও আন্দোলন থামেনি। বরং গণতন্ত্রপন্থি আন্দোলনকারীরা এখন তাদের আত্মনিয়ন্ত্রণাধিকারের আওতা আরও বিস্তৃত করার দাবি তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর