সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
মিয়ানমারের বিরুদ্ধে শুনানি

হেগে আদালতের সামনে বিক্ষোভ

হেগে আদালতের সামনে বিক্ষোভ

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর সেনাবাহিনীর গণহত্যার অভিযোগের বিরুদ্ধে আগামী মঙ্গলবার হেগের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) প্রথম শুনানি হবে। ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০১৯ এই মামলার শুনানি হবে। মামলার শুনানিতে অংশ নিতে গতকাল রওনা দিয়েছেন দেশটির নেত্রী অং সান সু চি। রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে। তাদের পক্ষে সাফাই গাইতেই তার এই হেগ সফর।

মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাকে দেখা হয় আন্তর্জাতিক সবচেয়ে উঁচু মাত্রার একটি আইনগত মামলার অন্যতম হিসেবে। ওই মামলার শুনানির সময় প্রবাসী বাংলাদেশিরা মিয়ানমারের বিচারের দাবিতে আদালতের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ খবর