বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

৩৪ বছরের সান্নার হাতেই ফিনল্যান্ড

৩৪ বছরের সান্নার হাতেই ফিনল্যান্ড

ফিনল্যান্ডের নারীদের নেতৃত্বাধীন জোট সরকারের প্রধান হিসেবে ৩৪ বছর বয়সী সান্না মারিন বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আস্থা ভোটে হেরে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী আন্তে রিন্নে পদত্যাগ করার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে পরিবহনমন্ত্রী মারিনকে বেছে নেয় তার দল সোশ্যাল ডেমোক্রেট পার্টি। চলতি সপ্তাহেই তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছে বিবিসি। ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেক্সেই হোনচারুক বর্তমান বয়স ৩৫ এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডার্নের বয়স ৩৯ বছর। সান্নাই তার পরিবারের একমাত্র সদস্য, যিনি স্কুলজীবন শেষ করে বিশ্ববিদ্যালয়ের গন্ডিতে পা রেখেছেন। ২০ বছর বয়সে রাজনীতিতে তার হাতেখড়ি। মাত্র দুই বছরের মাথায় রাজধানী  হেলসিংকির উত্তরে টামপিরি শহরের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে হেরে যান। কিন্তু পরবর্তী পাঁচ বছরের মধ্যে তিনি  শুধু জিতেই ক্ষান্ত হননি, কাউন্সিলরদের নেতা বনেও যান। তখন তার বয়স ২৭ বছর। এর পর দেশটির মধ্য বামপন্থী দল এসডিপি তার দ্রুত উন্নতি হতে থাকে। ২০১৫ সালে এমপি নির্বাচিত হন। একজন যোগ্য নেতা হিসেবে তিনি দ্রুত দলের শীর্ষ নেতা অ্যান্তি রিনের মনোযোগ আকর্ষণ করেন। ডাক ধর্মঘটের মুখে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মাথায় পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন সান্নার সরকারপ্রধান অ্যান্তি রিন। এটাই শাপেবর হলো সান্নার জন্য। দলের আস্থা ভোটে জিতে যান তিনি। অ্যান্তি রিনের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিলেন।

সর্বশেষ খবর