বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন অমিত শাহ?

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক ফেডারেল কমিশন (ইউএসসিআইআরএফ) জানিয়েছে, ভারতের নাগরিকত্ব (সংশোধনী) বিল বিপজ্জনকভাবে ভুল দিকে যাচ্ছে। যদি সংসদের উভয় কক্ষেই এই বিল পাস হয় তাহলে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার দাবি জানাবে এ কমিশন। তারা জানিয়েছে, এই বিলে ধর্মকে মানদন্ড হিসেবে ব্যবহার করা হয়েছে। ভারতের ধর্মনিরপেক্ষ মনোভাবের ইতিহাসের বিরোধিতা করছে এই বিল। পাশাপাশি ভারতীয় সংবিধানেরও বিরোধিতা করছে,  যেখানে সবার সাম্যের কথা বলা হয়েছে। সোমবার লোকসভায় নাগরিকত্ব (সংশোধনী) বিল পেশ করেন  অমিত শাহ। ৩১১-৮০ ভোটে বিলটি পাস হয়ে যায়। এবার বিলটি রাজ্যসভায় পেশ করা হবে। এই প্রস্তাবিত আইনে বলা হয়েছে ৩১ ডিসেম্বর, ২০১৪ সাল পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মীয় নিপীড়নের শিকার হওয়ার পর এদেশে এসেছেন তাদের অনুপ্রবেশকারী হিসেবে ধরা হবে না। তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

সর্বশেষ খবর