বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘বছরের সেরা ব্যক্তি’ গ্রেটা থানবার্গ

‘বছরের সেরা ব্যক্তি’ গ্রেটা থানবার্গ

দুনিয়া রক্ষায় স্কুল বাদ দিয়ে জলবায়ু আন্দোলনে শামিল হওয়া সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গকে ২০১৯ সালের সেরা ব্যক্তি (পারসন অব দ্য ইয়ার) নির্বাচন করেছে যুক্তরাষ্ট্রের ‘টাইম’ ম্যাগাজিন। ১৬ বছর বয়সী থানবার্গ ইতিমধ্যে তার তীক্ষè বাকভঙ্গি আর সোজাসাপ্টা মন্তব্যের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। বিশ্ব জলবায়ু সংকট থেকে এই পৃথিবীকে বাঁচাতে বিশ্বনেতাদের দ্রুত উদ্যোগী হওয়ার তাগিদ দিয়ে আসছে সে। টাইম ম্যাগাজিন লিখেছে, জলবায়ু সংকট থেকে উত্তরণের জন্য আরও ব্যবস্থা নেওয়ার দাবিতে ২০১৮ সালের আগস্টে স্কুল বাদ দিয়ে সুইডিশ সংসদের সামনে একাকী অবস্থান নিয়ে যে আন্দোলনের সূচনা করেছিল এই কিশোরী, তা এক বছরের মধ্যে বৈশ্বিক আন্দোলনের রূপ নিয়েছে। জলবায়ু সংকট নিয়ে রাষ্ট্রনায়কদের নিষ্ক্রিয়তার সমালোচনা করে থানবার্গ বাহাসে জড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। কলিনস ডিকশনারি চলতি বছরের সবচেয়ে আলোচিত শব্দ হিসেবে বেছে নিয়েছে থানবার্গের ভাবনাপ্রসূত ‘ক্লাইমেট স্ট্রাইক’ শব্দটিকে।

সর্বশেষ খবর