শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আমেরিকার সঙ্গে তালেবান শান্তি আলোচনা ফের স্থগিত

আফগানিস্তানের তালেবানের সঙ্গে শান্তি আলোচনা ফের স্থগিত করেছে মার্কিন সরকার। তালেবানের পক্ষ থেকে আফগানিস্তানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায়িত্ব স্বীকার করে নেওয়ার পর আলোচনা স্থগিত রাখার এ ঘোষণা দেওয়া হলো। মার্কিন সরকারের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জালমাই খালিলজাদ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটিতে হামলার কথা উল্লেখ করে গতকাল আরও বলেন, তালেবান প্রতিনিধিরা তাদের নেতাদের সঙ্গে জরুরি আলাপ করার পর কাতারের রাজধানী দোহায় আবারো তাদের সঙ্গে আলোচনা শুরু হবে। তিনি আরও বলেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তালেবানকে আগ্রহ ও দৃঢ় ইচ্ছাশক্তি প্রদর্শন করতে হবে। বিশেষ মার্কিন প্রতিনিধি খালিলজাদ কয়েক মাস বিরতির পর চলতি মাসের গোড়ার দিকে তালেবানের সঙ্গে আবার আলোচনা শুরু করেন।

সর্বশেষ খবর