শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উত্তর কোরিয়ার

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়াকে নিয়ে আলোচনা চালানোকে ‘মূর্খতাপূর্ণ কাজ’ বলে মন্তব্য করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্র মুখে আলোচনার কথা বললেও বিষয়টিতে তার আন্তরিকতার অভাব রয়েছে এবং দেশটি কোনো ছাড় দিতে চায় না। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পক্ষ থকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র মুখ খুললেই সংলাপের কথা বলে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আমাদের সঙ্গে আলোচনায় বসলেও আলোচনার টেবিলে উপস্থাপনের মতো কোনো প্রস্তাব ওয়াশিংটনের কাছে নেই।’ উত্তর কোরিয়ার পক্ষ থেকে সৃষ্ট কথিত হুমকি নিয়ে আলোচনা করতে গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ওই বৈঠক থেকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র কর্মসূচিতে যে কোনো পরিবর্তন আনার আগে দেশটির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র আবদার করছে, আগে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে হবে এবং তার পরই হবে নিষেধাজ্ঞা প্রত্যাহার।

সর্বশেষ খবর