শিরোনাম
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বড়দিনে বেথেলহেম জেরুজালেম যেতে দেবে না ইসরায়েল

চলতি বছরের ক্রিসমাস উদযাপনে গাজা উপত্যকার খ্রিস্টানদের বেথেলহেম ও জেরুজালেমে শহরে ভ্রমণের সুযোগ দেওয়া হবে না। বৃহস্পতিবার ইসরায়েলি কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে। গাজার খ্রিস্টানদের দেশের বাইরে যেতে অনুমতি দেওয়া হলেও তাদের ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। প্রতিরোধ আন্দোলন হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা কঠোরভাবে অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনি এক কর্মকর্তা জানান, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে গাজাবাসীকে ইসরায়েলের অ্যালেনবি ব্রিজের সীমান্ত দিয়ে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু ইসরায়েল ও পশ্চিম তীরের শহরগুলোতে তারা ভ্রমণ করতে পারবেন না। ২০ লাখ জনগোষ্ঠীর সরু উপকূলীয় উপত্যকাটিতে হাজারখানেক খ্রিষ্টান ধর্মাবলম্বী রয়েছেন। তাদের অধিকাংশই গ্রিক অর্থোডক্স। চলতি বছরে ভ্রমণের অনুমতি দেওয়ার সাধারণ নীতি লঙ্ঘন করছে দখলদার ইসরায়েল। রয়টার্স

সর্বশেষ খবর