শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

৩২ ফুটের ফিতাকৃমি


৩২ ফুটের ফিতাকৃমি

শৌচকর্মের পরেও মনে হচ্ছিল তার শরীরে কিছু একটা আটকে আছে। হাত দিয়ে টানতে শুরু করতেই নিজেই ভয় পেয়ে যান থাইল্যান্ডের এক ব্যক্তি। শরীর থেকে টেনে বের করেন প্রায় তিনতলা বাড়ির উচ্চতার সমান দৈর্ঘ্যরে ফিতাকৃমি। ব্রিটিশ সংবাদপত্র মিরর জানিয়েছে, উত্তর-পূর্ব থাইল্যান্ডে উডন থানি শহরের বাসিন্দা বছর চুয়াল্লিশের কৃতসদা রতপ্রাচুম। সন্তানকে স্কুলে নামিয়ে ফেরার পথে তার হঠাৎ শৌচালয়ে যাওয়ার প্রয়োজন হয়। রাস্তার সামনের একটি শৌচালয়ে ঢুকে যান। কিন্তু বেশ কিছুক্ষণ সেখানে কাটানোর পরেও অস্বস্তি কাটেনি। শেষে হাত দিয়ে টানতে শুরু করেন বস্তুটি। দেখেন বেরিয়ে আসছে একটি সাদা থকথকে সুতোর মতো বস্তু। টানতে টানতে শেষ পর্যন্ত পুরো জিনিসটি বেরিয়ে আসার পর বুঝতে পারেন এটি একটি ফিতাকৃমি। মিরর জানিয়েছে, কৃতসদা পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার। কৃতসদা মিররকে জানিয়েছেন,  শৌচালয়ে তার মনে হয় পেছনে চটচটে কিছু একটা লেগে রয়েছে। টেনে বের করার পর তিনি বুঝতে পারেন সেটি একটি ফিতাকৃমি। পরে সেটিকে মেপে দেখা যায় দৈর্ঘ্যে প্রায় ৩২ ফুট। আনন্দবাজার

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর