রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন

অভিশংসন ইস্যু

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চূড়ান্ত অভিশংসনের অভিযোগ গঠন করা হয়েছে। প্রকাশ্য শুনানির পরে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য বলে ঘোষণা দিয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্যরা। ১৩ ডিসেম্বর প্রতিনিধি পরিষদের হাউস জুডিশিয়ারি কমিটিতে অভিশংসন অভিযোগেরও ওপর ভোটগ্রহণ করা হয়। এতে ২৩-১৭ ভোটে প্রস্তাবটি পাস হয়। কংগ্রেসের গুরুত্বপূর্ণ এ কমিটির সায় পাওয়ায় এখন কয়েকদিনের মধ্যেই অভিযোগ দুটি নিয়ে প্রতিনিধি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটাভুটি হবে। ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ এ কক্ষে ট্রাম্প হারবেন বলেই অনুমান করা হচ্ছে। প্রতিনিধি পরিষদের ভোট বিপক্ষে গেলে উচ্চকক্ষ সিনেটে শুরু হবে প্রেসিডেন্টকে অভিশংসনের চূড়ান্ত বিচার। শুক্রবার মাত্র ১০ মিনিটের শুনানি শেষেই বিচারবিভাগীয় কমিটি ট্রাম্পের বিরুদ্ধে আনা দুই অভিযোগে অনুমোদন দেয়। এর মধ্যে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বলা হয়েছে, আগামী নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের দুর্নীতি নিয়ে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করে মার্কিন প্রেসিডেন্ট নিজের স্বার্থ হাসিলে বিদেশি একটি রাষ্ট্রকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ করে দিয়েছেন। প্রতিনিধি পরিষদের তদন্তে সহযোগিতা না করায় ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেসের কার্যক্রম বাধাগ্রস্ত করার অন্য অভিযোগটি আনা হয়েছে। প্রেসিডেন্টকে ‘অভিশংসনযোগ্য’ এ অভিযোগ দুটির ধারাগুলো ৯ পৃষ্ঠা জুড়ে বিবৃত হয়েছে, জানিয়েছে বিবিসি। এ নিয়ে বৃহস্পতিবারই হাউসের এই জুডিশিয়ারি কমিটিতে ভোট হওয়ার কথা ছিল; যদিও পক্ষে-বিপক্ষে ১৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা বিতর্কে তা আটকে যায়। বিবিসি

ভোট পেছানোয় কমিটির ডেমোক্রেট চেয়ারম্যান জেরি নেডলারের কড়া সমালোচনা করেছে রিপাবলিকানরা। তাদের ভাষ্য, বেশি টেলিভিশন সম্প্রচারের আকাক্সক্ষাতেই নেডলার ভোট পিছিয়ে দিয়েছেন। শীর্ষ ডেমোক্রেট নেতারা বলছেন, দুর্নীতির মাধ্যমে ট্রাম্প ‘জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করেছেন। বিচারবিভাগীয় কমিটিতে অভিযোগ দুটি অনুমোদিত হওয়ার পর এক বিবৃতিতে নেডলার শুক্রবারকে যুক্তরাষ্ট্রের জন্য ‘গভীর বিষাদের দিন’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। এ নিয়ে প্রতিনিধি পরিষদ দ্রুততম সময়ের মধ্যে তার ‘দায়িত্ব সারবে’ বলেও জানিয়েছেন তিনি। ডেমোক্রেটদের এ পুরো প্রক্রিয়াকে ‘উইচ হান্ট’, ‘ধোঁকাবাজি’ ও ‘চালাকি’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্যারাগুয়ের প্রেসিডেন্টকে পাশে রেখে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ডেমোক্রেটরা অভিশংসন বিষয়টিকেই খাটো করে ফেলেছে। ‘তারা নিজেরাই নিজেদের বোকা বানাচ্ছে। এটা দেশের জন্য দুঃখের। যদিও রাজনৈতিকভাবে এটি আমাকে লাভবান করবে বলেই মনে হচ্ছে,’ বলেছেন তিনি। বিবিসি।

সর্বশেষ খবর