মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ট্রেনের মেঝেতে বসেই ঘরে ফিরলেন গ্রেটা

ট্রেনের মেঝেতে বসেই ঘরে ফিরলেন গ্রেটা

মাদ্রিদে পরিবেশ সম্মেলনে অংশ নিয়েছিলেন এবারের টাইম ম্যাগাজিনের সেরা ব্যক্তি ও তরুণ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। সেই সম্মেলন শেষে সুইডেনে বাড়ি ফেরার জন্য গ্রেটা বেছে নিয়েছিলেন জার্মান রেল ডয়চে বানের একটি ট্রেন। কিন্তু  ভিড়ের কারণে তার কপালে জুটল না একটি সিটও। বাধ্য হয়ে দুই কামরার মাঝে বসেই টোপলা-টুপলি নিয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন গ্রেটা। সেই ছবি দিয়ে একটি টুইটও করেন তিনি। অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে পড়ে। আর এতে সমালোচনায় পড়েছে ডয়চে বান। বিষয়টি জানাজানি হলে অবশ্য ট্রেনের কর্মীরা তাকে ট্রেনের ফার্স্ট ক্লাসে নিয়ে যায়। গ্রেটা এর মধ্যে ঘোষণা দিয়েছেন তিনি উড়োজাহাজে চড়বেন না। কারণ উড়োজাহাজ থেকে প্রচুর কার্বন নিঃসরণ হয় যা পরিবেশের জন্য ক্ষতিকর।

সর্বশেষ খবর