বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পারভেজ মোশাররফের পক্ষে সরকার, সেনাবাহিনী

পারভেজ মোশাররফের পক্ষে সরকার, সেনাবাহিনী

রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফাঁসির আদেশ হলেও পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের পক্ষে থাকবে সরকার ও সেনাবাহিনী। তার বিচারকে অন্যায্য আখ্যায়িত করে তার পক্ষ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন পাকিস্তান তেহরিকে ইনসাফ সরকার। তারা রায়ের বিরুদ্ধে আপিল করা হলে তাতে তার পক্ষ নেবে বলে জানিয়েছে। একই সঙ্গে দেশটির সেনাবাহিনীও তার পক্ষে থাকার ঘোষণা দিয়েছে। মঙ্গলবার বিশেষ আদালতের দেওয়া এ সিদ্ধান্ত পাকিস্তানের ‘সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত কষ্টকর এবং বেদনাদায়ক’ বলে এক বিবৃতিতে জানিয়েছেন মেজর জেনারেল আসিফ গফুর। মঙ্গলবার রায় ঘোষণার পর রাতে সরকারের পক্ষে সংবাদ সম্মেলন করেন অ্যাটর্নি জেনারেল আনোয়ার মানসুর। তিনি এতে বলেন, এ মামলায় আমি তার পক্ষ নেব। তিনি এ নিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য বিষয়ক বিশেষ সহকারী ড. ফিরদাউস আশিক আওয়ানের সঙ্গে কথা বলেছেন। সংবাদ সম্মেলনে আনোয়ার মানসুর বলেন, বিশেষ আদালতে এ মামলায় সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার দেওয়া হয়নি সাবেক প্রেসিডেন্ট মোশাররফকে। তারপরও তার অনুপস্থিতিতে অভিযুক্তের বক্তব্য না নিয়েই রায় ঘোষণা করা হয়েছে। পারভেজ মোশাররফ বর্তমানে দুবাইতে শারীরিক অসুস্থতার জন্য আইসিইউতে রয়েছেন সংকটজনক অবস্থায়। এদিকে রায় ঘোষণার পর রাওয়ালপিন্ডিতে সামরিক বাহিনীর জেনারেল হেডকোয়ার্টারে শীর্ষ সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে। এ বৈঠকের পরই সেনাবাহিনীর প্রতিক্রিয়া জানিয়ে ওই বিবৃতি দেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। বিবৃতিতে বলা হয়, ‘একজন সাবেক সেনাপ্রধান, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান এবং পাকিস্তানের প্রেসিডেন্ট, যিনি ৪০ বছর দেশের সেবা করেছেন, দেশকে সুরক্ষা দিতে যুদ্ধে লড়েছেন, তিনি কোনোভাবেই দেশদ্রোহী হতে পারেন না।’ রায়কে প্রশ্নবিদ্ধ করে বিবৃতিতে বলা হয়, ‘বিশেষ আদালত গঠন, আত্মপক্ষ সমর্থনের অধিকার অস্বীকার করা, ব্যক্তিগত সুনির্দিষ্ট কিছু বিষয় বিবেচনায় নেওয়া এবং তাড়াহুড়ো করে মামলা শেষ করে বিচারের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া এড়িয়ে যাওয়া হয়েছে বলেই মনে হচ্ছে।’

সর্বশেষ খবর