শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

হংকংয়ে বিদেশি কনস্যুলেট অভিমুখে বিক্ষোভকারীদের পদযাত্রা

মানবাধিকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন চেয়ে বিদেশি বিভিন্ন কনস্যুলেট অভিমুখে পদযাত্রা শুরু করেছে হংকংয়ের গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা। প্রায় ১ হাজার বিক্ষোভকারী গতকাল কালো পোশাক এবং মুখোশ পরে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, জাপান এবং কানাডার কনস্যুলেট অভিমুখে মিছিল করে এগিয়েছে। যুক্তরাষ্ট্র গত মাসে হংকংয়ের গণতন্ত্রপন্থি বিক্ষোভে সমর্থন দিয়ে এবং চীনের ওপর চাপ সৃষ্টি কওে যে বিল পাস করেছে অন্য দেশগুলোকেও সেই একই পথে হাঁটার আবেদন জানিয়েছে বিক্ষোভকারীরা। কনস্যুলেটে সমবেত বিক্ষোভকারীদের পিটিশন গ্রহণ করেছেন যুক্তরাজ্য, ইইউ এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। তারা বাইরে বেরিয়ে এসে বিক্ষোভকারীদের সঙ্গে ছবিও তুলেছেন। বিক্ষোভে অংশ নেওয়া একজন সুকি চ্যান বলেন, ‘হংকংয়ে যা ঘটছে তা কেবল একটি স্থানীয় বিষয় নয়। এটি মানবাধিকার এবং গণতন্ত্রের ব্যাপার। হংকং কীভাবে অবদমিত হচ্ছে বিদেশি সরকারগুলোর এখন তা বোঝা উচিত। এদিকে আন্তর্জাতিক অঙ্গনের মনোযোগ আকর্ষণ করে যাওয়াটা আমাদের জন্য জরুরি।

সর্বশেষ খবর