শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
অ ন্য খ ব র

বিশ্ব কাঁপছে শীতে অস্ট্রেলিয়ায় গরমের রেকর্ড!

কানাডা, প্রায় গোটা ইউরোপ থেকে এশিয়া এখন ঠান্ডায় জবুথবু। কিন্তু অস্ট্রেলিয়ায় আবহাওয়া পুরো উল্টো। সেখানে চলছে তীব্র তাপদাহ। এবারের তীব্র গরমে ছাড়িয়েছে পূর্বের সব রেকর্ড। এই তাপদাহ থেকে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে তাই দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। বুধবার নিউ সাউথওয়েলস রাজ্যের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান সাত দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন। জানা যায়, নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ এক মাস ধরে জ্বলতে থাকা অন্তত ১০০টি দাবালন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে যাচ্ছে। মঙ্গলবার ইতিহাসের সর্বোচ্চ গড় তাপমাত্রা ৪০ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস অনুভব করে অস্ট্রেলিয়া। আর সেই রেকর্ডও ভেঙে পড়ে বুধবার। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৩ সালের ৭ জানুয়ারি দেশটিতে সর্বোচ্চ গড় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। চলতি সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ সপ্তাহে দেশের কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। বিবিসি

 

সর্বশেষ খবর