শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিল লেবানন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিল লেবানন

বিক্ষোভে উত্তাল লেবাননের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির একটি

প্রখ্যাত বিশ্ববিদ্যলয়ের উপচার্য ও সাবেক শিক্ষামন্ত্রী হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মিশেল আউন। সাদ হারিরির পদত্যাগের পর থেকে লেবানন মূলত সরকারবিহীন অবস্থায় ছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে  বলা হচ্ছে, হাসান দিয়াব এখন দ্রুত নতুন মন্ত্রিসভা গঠন করবেন। তার প্রতি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সমর্থন রয়েছে। তবে তিনি প্রধান সুন্নি অংশের সমর্থন অর্জন করতে না পারায় ঝামেলায় পড়বেন বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর