সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে মৃত্যুদন্ড

পাকিস্তানে ধর্ম অবমাননার (ব্লাসফেমি) মামলায় দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের এক প্রভাষককে মৃত্যুদন্ডাদেশ  দেওয়া হয়েছে। শনিবার মুলতানের একটি আদালত এই দন্ডাদেশ দেয়। মৃত্যুদন্ডাদেশ পাওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকের নাম জুনায়েদ হাফিজ (৩৩)। তাকে ২০১৩ সালের মার্চে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য পোস্ট করেছেন। জুনায়েদ হাফিজের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়। তিনটি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করে রায় দেয় আদালত। একটি অভিযোগে  ১০ বছরের কারাদ-, আরেকটিতে যাবজ্জীবন, অপরটিতে মৃত্যুদন্ডাদেশ দেওয়া হয়।

সর্বশেষ খবর