মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইরাকে আইএস ফের শক্তিশালী হচ্ছে

ইরাকে সর্বশেষ ঘাঁটির নিয়ন্ত্রণ হারানোর দুই বছর পরে নতুন করে শক্তিশালী হচ্ছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। কুর্দি এবং পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, আইএসের হামলা বাড়ছে। জঙ্গিরা এখন আরও বেশি দক্ষ। কুর্দি সন্ত্রাসবিরোধী শীর্ষ কর্মকর্তা লাহুর তালাবানি বলেন, ‘জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার চেয়ে তারা এখন আরও বেশি বিপজ্জনক। তাদের রয়েছে উন্নত প্রযুক্তি ও কৌশল। রয়েছে প্রচুর অর্থও। তারা গাড়ি, অস্ত্র, খাবার এবং বিভিন্ন সরঞ্জাম কিনতে সক্ষম। প্রযুক্তিগতভাবে তারা অনেক বেশি দক্ষ। তাদের নির্মূল করা খুব কঠিন।’ কুর্দি এই গোয়েন্দা কর্মকর্তার পরিবার ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের আমলে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল যুক্তরাজ্যে। তাই লন্ডনের বাচনভঙ্গিতেই তিনি আইএস সম্পর্কে এ মূল্যায়ন তুলে ধরেন। ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিস্তান অঞ্চলের পাহাড়ি এলাকায় গোয়েন্দা কর্মকর্তা লাহুর তালাবানি তার সুলাইমানিয়া ঘাঁটিতে বসে আইএসের এ সাংগঠনিক চিত্র এঁকেছেন। যে জঙ্গি গোষ্ঠীটি তাদের খিলাফতের ধ্বংসস্তূপ থেকে গত ১২ মাসে নতুন করে পুনর্গঠিত হয়েছে। ইরাকে কুর্দিস্তানের জানিয়ারি গোয়েন্দা সংস্থার প্রধান তালাবানি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি তাদের কর্মকা- এখন বাড়ছে।

সর্বশেষ খবর