মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আহসান গ্রেফতার

নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা ও দেশটির সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবালকে গ্রেফতার করা হয়েছে। গতকাল পাকিস্তানের দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) রাওয়ালপিন্ডি শাখা তাকে গ্রেফতার করে। ডন। প্রাপ্ত খবর অনুযায়ী, রাওয়ালপিন্ডিতে ন্যাবের কার্যালয়ে নরোয়াল স্পোর্টস সিটি (এনএসসি) প্রকল্পে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয় আহসান ইকবালকে। তারপর সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে ন্যাবের এক বিবৃতিতে জানানো হয়েছে। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) দেওয়া বিবৃতি অনুযায়ী, নওয়াজ শরিফের মন্ত্রিসভার প্রভাবশালী এ মন্ত্রীকে গ্রেফতারের পর তার শারীরিক অবস্থা মূল্যায়নে একদল চিকিৎসককে ডাকা হয়েছে। মঙ্গলবার অ্যাকাউন্টিবিলিটি আদালতে তাকে হাজির করে তার রিমান্ড চাওয়া হবে। আহসান ইকবালের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় সরকার ও পাকিস্তান ক্রীড়া বোর্ডের (পিএসবি) তহবিল ব্যবহার করে তিনি নরোয়াল কোটি কোটি টাকার একটি বৃহৎ স্পোর্টস সিটি তৈরি করেছেন।

সর্বশেষ খবর