বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

অস্ট্রেলিয়ায় থামছে না দাবানল, পুড়ছে বাড়ি বাড়ছে তাপমাত্রা

অস্ট্রেলিয়াজুড়ে অবিরাম জ্বলে চলেছে দাবানল। পুড়ে যাচ্ছে লাখ লাখ একর জমি। বাড়ছে তাপমাত্রা। একাধিকবার বিভিন্ন রাজ্যে জরুরি অবস্থা জারি হয়েছে। ইতিমধ্যে ৫০০-এর বেশি বাড়িঘর পুড়ে গেছে এসব দাবানলে। অবস্থা এতটাই মারাত্মক আকার ধারণ করেছে। আশঙ্কা করা হচ্ছে আসন্ন বড়দিন আশ্রয়কেন্দ্রে কাটাতে হতে পারে অনেককে। এ খবর দিয়েছে দ্য টাইমস। খবরে বলা হয়, দাবানলের প্রকোপ সবচেয়ে বেশি সিডনিতে। সেখানে ব্লু মাউন্টেইনস সংলগ্ন বহু গ্রাম পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছে ৩ হাজার দমকলকর্মী। চলতি বছর আমাজনে যে পরিমাণ বন পুড়েছে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় সে পরিমাণ এলাকা পুড়ে গেছে দাবানলে। কেবলমাত্র দুটি প্রধান সড়ক ছাড়া বাকি সব রাস্তা বন্ধ করে দিয়েছে সিডনি কর্তৃপক্ষ। ধোঁয়ায় ঢেকে গেছে পুরো শহর। দক্ষিণাঞ্চলে চার শতাধিক বাড়ি ও ভবন ধ্বংস হয়ে গেছে। সেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

সর্বশেষ খবর