বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ঝাড়খন্ডের মসনদে বসছেন হেমন্ত

ঝাড়খন্ডের মসনদে বসছেন হেমন্ত

এনআরসি এবং রাগরিকত্ব সংশোধনী বিলের খেসারত দিল ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এই সিদ্ধান্তে ঝাড়খন্ড হাতছাড়া হয়েছে বিজেপির। ফলে রাজ্যের মসনদের রাস্তা পরিষ্কার হেমন্ত সোরেনের সামনে। ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) জোটে সরকার গঠনের তৎপরতা তুঙ্গে। প্রাথমিকভাবে মন্ত্রিসভার রূপরেখাও তৈরি করে ফেলেছেন জোট নেতারা। জেএমএম এবং রাঁচির রাজভবন সূত্রে খবর, ঝাড়খন্ডের তিনবারের মুখ্যমন্ত্রী শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেনের শপথ হতে পারে আগামী পরশু। সোমবার দুপুর পর্যন্ত বিজেপি আশায় ছিল, ফল হতে পারে ত্রিশঙ্কু। কিন্তু বেলা যত গড়িয়ে গেছে, পাল্লা ঝুঁকে পড়েছে  জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের দিকে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা ৪১-এর ধারে কাছেও যেতে পারল না বিজেপি। ৮১টি আসনের মধ্যে মাত্র ২৫টি আসনে জয়লাভ করল তারা। ২০১৪ সালের ঝাড়খ- নির্বাচনে পাওয়া আসন থেকে ১২টি আসন কম পেল এবার। এই ফলের পরই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহ অবশ্য রাজনৈতিক সৌজন্যের খাতিরে বিরোধীদের জয়ের শুভেচ্ছা জানিয়েছেন।

সর্বশেষ খবর