শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

টাইফুন ফ্যানফোনে লণ্ডভণ্ড ফিলিপাইন, নিহত ১৬

টাইফুন ফ্যানফোনে লণ্ডভণ্ড ফিলিপাইন, নিহত ১৬

ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বাতাসের গতিসম্পন্ন টাইফুন ফ্যানফোনের আঘাতে ফিলিপিন্সের মধ্যাঞ্চল এখন লণ্ডভণ্ড। এই ঝড়ের জন্য লাখ লাখ মানুষ বড়দিনের উৎসবে যোগ দিতে পারেননি। টাইফুনের প্রভাবে ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সেই সঙ্গে যোগ হয়েছে ভূমিধস। গাছপালা উপড়ে অনেক শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। যার মধ্যে রয়েছে জনপ্রিয় পর্যটন রিসোর্ট বোরাকে। এদিকে ঝড়ের কবল থেকে রক্ষা পেতে কয়েক হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। অনেক মানুষ বন্যার পানিতে ঘরের মধ্যে আটকা পড়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ১৯৫ কিলোমিটার বাতাসের বেগে টাইফুন ‘ফ্যানফোন’ ফিলিপাইনের কেন্দ্রস্থলে আঘাত হানে। এতে উপড়ে যায় ঘরবাড়ি, গাছপালা।

সর্বশেষ খবর