শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

প্রবল মন্দায় ভারত

মোদির সাবেক উপদেষ্টার মত

বৃহৎ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি করলেও এশিয়ার উদীয়মান শক্তির দেশ সত্যিকার অর্থে প্রবল মন্দার দিকে এগিয়ে যাচ্ছে। এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রামনিয়াম। তিনি বলেন, ভারতের অর্থনীতির সাম্প্রতিক নিম্নগতি ‘কোনো স্বাভাবিক মন্দা নয়’। দেশটির বেসরকারি টেলিভিশন এনডিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অরবিন্দ। প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায়কে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের হাতে রপ্তানি, ভোগ্যপণ্য ও রাজস্বের যে তথ্য রয়েছে, তা যদি ২০০০-২০০২ সালের মন্দা সময়ের সঙ্গে তুলনা করি, তবে দেখা যাবে অর্থনীতির এই নির্দেশকগুলো অবশ্যই খারাপ। উল্লিখিত সময়ের তুলনায় কমই ইতিবাচক।’ সাক্ষাৎকারে সুব্রামনিয়াম বলেন, ‘এটা স্বাভাবিক মন্দা নয়... এটা ভারতের বিরাট মন্দা।’ চলতি বছরের শুরুতে মোদির সাবেক এই উপদেষ্টা ও অর্থনীতিবিদ মন্তব্য করেছিলেন, ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার আড়াই শতাংশের বেশি অনুমান করা হয়েছিল। অরবিন্দ বলেন, বর্তমানে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম সূচক হিসেবে জিডিপির তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর