শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

তেল সম্পদ চুরির জন্য আমেরিকার বিরুদ্ধে মামলা করবে সিরিয়া

সিরিয়ার তেলসম্পদ চুরি করার জন্য মার্কিন সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে সিরিয়া সরকার। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শীর্ষ পর্যায়ের উপদেষ্টা বুসাইনা শাবান বুধবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, সিরিয়ার তেল সম্পদ লুটপাট করার কোনো অধিকার আমেরিকার নেই। সে কারণে আমেরিকার বিরুদ্ধে সিরিয়া সরকার মামলা করতে যাচ্ছে। বুসাইনা শাবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিরিয়ার জনগণের মতামতের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমেরিকা আরব এ দেশটিতে সেনা মোতায়েন করেছে এবং তারাই সিরিয়ার সম্পদ লুটপাট করছে। বুসাইনা বলেন, সিরিয়ার মাটি থেকে অবশ্যই দখলদার বিদেশি সেনাদের চলে যেতে হবে।-বিবিসি

সর্বশেষ খবর