শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্রিসমাসে অনলাইনে কেনাকাটার রেকর্ড

চলতি বছর ক্রিসমাস উপলক্ষে যুক্তরাষ্ট্রে অনলাইনে কেনাকাটার হিড়িক পড়েছে। মাস্টারকার্ড ইনক (এমএএন) বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর অনলাইনে বিক্রি ছিল সর্বোচ্চ। ছুটির দিনগুলোতে মানুষ অনলাইনেই বেশি কেনাকাটা করেছেন। ক্রিসমাসে কেনাকাটার এ মৌসুম সেখানকার খুচরা ব্যবসায়ীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বছরের প্রায় ৪০ শতাংশ কেনাকাটা এ মৌসুমেই হয়। মাস্টারকার্ডের তথ্য অনুযায়ী, নভেম্বরের ১ তারিখ থেকে ক্রিসমাসের আগ পর্যন্ত অনলাইনে বিভিন্ন জিনিসপত্র কেনাবেচা হয়েছে ১৪ দশমকি ৬ শতাংশ। ২০১৮ সালের তুলনায় যা ১৮ দশমিক ৮ শতাংশ বেশি।

সর্বশেষ খবর