শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইরানে বিক্ষোভের শঙ্কায় ইন্টারনেট বন্ধ

ইরানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গত মাসের বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের স্মরণে ফের বিক্ষোভের ডাক দেওয়ার পর থেকেই দেশটিতে ইন্টারনেট সেবা ‘বিঘিœত’ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার থেকে তাদের ইন্টারনেট সংযোগ বন্ধ পাচ্ছেন বলে জানা গেছে। ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লকস দেশটিতে ইন্টারনেট ব্যবহারের হার কমে গেছে বলে জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ইরানের ইলনাকে সরকারি নির্দেশেই ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরোপ করার কথা জানিয়েছেন।

সর্বশেষ খবর