শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

টাইফুন ফানফোনে নিহতের সংখ্যা বেড়ে ২৮, নিখোঁজ ১২

ফিলিপাইনে টাইফুন ফানফোনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৮ এ পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। বড়দিনের আগে মঙ্গলবার রাতে ঝড়ো বাতাস, বৃষ্টি ও বন্যা নিয়ে টাইফুনটি দক্ষিণ-পূর্ব দেশটির মধ্যাঞ্চলের প্রদেশগুলোতে আছড়ে পড়েছিল। নিহতের বাইরে গতকাল পর্যন্ত ১২ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে।

বুধবার রাতে টাইফুনটি ফিলিপাইন ছাড়ার পর জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার কাজে জোর তৎপরতা শুরু করে। এরই মধ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন অনেক এলাকার সংযোগ পুনঃস্থাপিত হয়েছে। ফানফোনের কারণে শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে; ফেরি চলাচল স্থগিত হওয়ায়ও অনেকে আটকে পড়েছিলেন। ‘মানুষ ভাবেইনি যে ঝড়টি এত ধ্বংসাত্মক হবে,’ বলেছেন দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মার্ক টিমবাল।

সর্বশেষ খবর