শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

উত্তরপ্রদেশেও বন্ধ ইন্টারনেট

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের দাবিতে বিক্ষোভের জের ধরে দেশটির উত্তর প্রদেশের অনেক অঞ্চলে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। এ ছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল এসএমএস বা মেসেজিং সার্ভিস। রাজ্য পুলিশের বরাত দিয়ে গতকাল এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। খবরে জানানো হয়, গত কয়েক দিন ধরে রাজ্যের ৭৫টি জেলার মধ্যে ২১টি জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। উত্তর প্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল ওপি সিং এক বিবৃতিতে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। ২১ জেলায় সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ করেছি আমরা। পরিস্থিতি স্বাভাবিক হলে ইন্টারনেট আবার চালু করা হবে।

সর্বশেষ খবর